আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা || গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জল করলো বগুড়ার জারিফ
বগুড়া সংবাদ ডট কম : সম্প্রতি চীনে অনুষ্ঠিত “এ্যালোহা এ্যাবাকাস এন্ড মেন্টার এ্যারিথমেটিক ইন্টারন্যাশনাল কম্পিটিশন” এ গ্রান্ড চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার শিশু জিনিয়াস সুয়াইদ আহমাদ জারিফ। ন্যাশনালের পর ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জল করা জারিফ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বগুড়া শাখার কাস্টমার সার্ভিস অফিসার মোহাম্মদ কাওছার ও স্থানীয় সরকার, বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম (উপ-সচিব) এর একমাত্র ছেলে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১৬টি দেশ থেকে প্রায় ৮ শ’ প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ৩৫০ জন। মাত্র ৫ মিনিটে ৭০টি অংকের সঠিক সমাধান করে জারিফ ৭০ নম্বরের মধ্যে ৭০ নম্বরই পেয়ে এই গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জারিফ বগুড়া বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণির ছাত্র। একজন চিত্রশিল্পী হিসেবেও সে জেলা, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে বহু পুরস্কার লাভ করেছে।