সমাজ সেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক এ.কে.এম সরোয়ার জাহান করোনা ভাইরাসে আক্রান্ত
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সমাজ সেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক এ.কে.এম সরোয়ার জাহান। তিনি বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রাণঘাতি করোনা ভারাস থেকে সুস্থ্যতার জন্য তিনি সকলের দোয়া পার্থী।
পারিবারিক সূত্রে জানাগছে, গত ৬ আগস্ট তার শরীরে কোভিড-১৯ (করোনা) ভাইরাসের উপসর্গ দেখা দেয়। গত ৯ আগস্ট তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্যাম্পল দেন। পরদিন তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি সুস্থ্য আছেন। তিনি বাংলাদেশ সরকারের একজন উপ-সচিব। ২০০৫ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরী জীবনে তিনি শেরপুর উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া ক্যন্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার সহ সরকারি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সমাজ সেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক পদে কর্মরত আছেন।