শেরপুরে আরডিএ’র মেধাবী ছাত্রীর আত্মহত্যা
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি)
বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজ (আরডিএ) থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম মোছা. আশা খাতুন (১৬)। সে উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের মোস্তাফিজুর রহমান বুলুর মেয়ে। সোমবার (১০আগস্ট) দিনগত রাত অনুমান ১টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবার ওপর অভিযান করে গত রোববার (০৮আগস্ট) সকালের দিকে সবার অজান্তে নিজ শয়নকক্ষে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি জানতে তাৎক্ষণিক উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বগুড়ায় শজিমেকে স্থানান্তর করা হয়। সেখানে দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই মেধাবি শিক্ষার্থী। আশা খাতুন ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।নিহতের ভাই সাজেদুল ইসলাম জানান, অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরুর দিনই তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন সবার অজান্তে কীটনাশক পান করে বোন আশা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। যা ভাবতে ও মেনে নিতে পারছি না। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, বাবার উপর অভিমান করে আশা খাতুন কীটনাশক পান করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।