শেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ও অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
জেলা প্রশাসক, বগুড়া নির্দেশনা মোতাবেক ও উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে আজ সোমবার (১০ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শেরপুর উপজেলার রণবীরবালা ঘাটপাড় এলাকায় ধুনট ও গোসাইবাড়িগামী যানবাহন গুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা; তা পর্যবেক্ষণ করেন সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা। সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এক সিট পর পর যাত্রী পরিবহন করার নির্দেশনা থাকলেও ১০ নং গোসাইবাড়ি পরিবহনসহ একই রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকরা সেই সকল সরকারি বিধিনিষেধ অমান্য করায় এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করায় ১০ নং গোসাইবাড়ি পরিবহনের ৩ টি বাসের ড্রাইভারকে ৩হাজার টাকা এবং ৫ জন সিএনজি অটোরিকশা চালককে ২ হাজার ১শ জরিমানা করা হয়। এতে ৮ জন ড্রাইভারকে ৫হাজার ১শ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থ রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা।