সোনাতলায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
বগুড়া সংবাদ ডট কম সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে গত শনিবার দুপুরে সোনাতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮২ জন বেকার নারীর মাঝে এডিপির অর্থায়নে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী প্রধান অতিথির বক্তব্য দেন ও সেলাই মেশিন বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এহিয়া কামাল,কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ,তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল,দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন ও উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেকসহ অনেকে।