fbpx
বগুড়া জেলার সংবাদসোনাতলা

সোনাতলায় শিশুধর্ষণ ঘটনায় অভিযুক্ত আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ডট কম সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ সোনাতলায় শিশুধর্ষণ ঘটনায় অভিযুক্ত আসামী নান্নু বেপারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দি গেøাবাল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় সোনালী ব্যাংক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোনাতলায় শিশুধর্ষণ মামলায় অভিযুক্ত আসামীকে গ্রেফতারের দাবীতে রোববার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলার গড়ফতেপুর গ্রামের মৃত মহির বেপারীর ছেলে মোঃ নান্নু বেপারী (৪৫) আনুমানিক সাত বছরের এক শিশুকন্যাকে কিছুদিন আগে ধর্ষণ করে। এ ব্যাপারে শিশুটির বাবা ফিরোজ আহম্মেদ সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রকে অবগত করার পর গত ৩ জুলাই ধর্ষকের বিরুদ্ধে সোনাতলা থানায় একটি অভিযোগ করেন। তখন থেকে লম্পট নান্নু বেপারী পলাতক রয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে এ মানববন্ধন করা হয়। সোনাতলা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতনমহল মানববন্ধনে অংশ নেয়। এ সময় আলোর প্রদীপ সংগঠনের সাবেক চেয়ারম্যান এম মেহেরুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

18 + twenty =

Back to top button
Close