স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
বগুড়া সংবাদ ডট কম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি (৩৪) হত্যা মামলার প্রধান আসামী আব্দুস সোবহান (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে নঁওগা জেলার রানীনগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাকৃত আসামী আব্দুস সোবহার বগুড়া সদরের মালগ্রাম কসাইপাড়ার মৃত জাহিদুল ইসলামের ছেলে। আব্দুস সোবহান পুলিশের সোর্স ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবীর জানান, মামলার অপর আসামীদের গ্রেপ্তার করতে জোর চেষ্টা চলছে।
প্রসংঙ্গতঃ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ২৬ জুলাই রাতে মারা যান স্বেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান রনি। এর আগে মেয়েলি ঘটনায় স্থানীয় ছেলেদের সাথে তার ভাগিনা রিফাতউজ্জামান ছন্দের দ্বন্দের জের ধরে গত ১৮ জুলাই সন্ধার দিকে পুলিশের সোর্স আব্দুস সোবহান ও তার সহযোগীরা রনি ও ছন্দকে বাড়ি থেকে ডেকে নিয়ে উপুর্যপুরি ছুরিকাঘাত করে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে হাসপাতালে ভর্তি করে।