শেরপুরে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি)
বগুড়ার শেরপুরে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে শনিবার (৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান।
মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, ভেটেরিনারি সার্জন ডাঃ মো: রায়হান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকবুল হোসেন,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, আওয়ামীলীগ নেতা সৈয়দ শামীম ইফতেখার, আবু তালেব আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে ৬টি সেলাই মেশিন দেওয়া হয়।