শেরপুরে বাস চাপায় মটরসাইকেল আরোহী নিহত
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুৃর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় দিলীপ কুমার রায় (৩৫) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় বগুড়া -ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দিলীপ কুমার রায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গাড়িবাকসী গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।
জানা গেছে, দিলীপ কুমার ঢাকায় একটি কোম্পানীতে চাকুরি করেন।তিনি ঈদের ছুটি শেষে কুড়িগ্রাম থেকে মটর সাইকেল যোগে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মহাসড়কে শেরপুর উপজেলা পরিষদের সমানে পৌছিলে ঢাকাগামী একটি বাস মটরসাইকেলসহ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সেখানে পৌছে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে