কাহালু সদর ইউ পি চেয়ারম্যান পিএম বেলাল করোনায় আক্রান্ত
বগুড়া সংবাদ ডট কম কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক পি এম বেলাল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার পরিবারের পক্ষ থেকে ভাতিজা মেহেদী হাসান রাজিব জানান, তার শরীরে গত কয়েক দিন ধরে জ্বর ছিল, সে অসুস্থ্যতা বোধ করলে গত ৫ আগষ্ট বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা করতে দেন। গত ৬ আগষ্ট করোনা পরীক্ষায় তার পজেটিভ প্রতিবেদন আসে।সে এখন ভালো আছে। হোম আইসোলেশনে নিজ বাড়ীতে রয়েছেন। এই করোনার মধ্যে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সহ বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছিলেন। সে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, সহ-সভাপতি গোলাম ফেরদৌস, ইউসুফ আলী, নুরুল ইসলাম বিশু, বাবলু, শাহীন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন (খোকন), মেহেদী হাসান রাজিব, ইসমাইল হোসেন, এ্যাডঃ মামুন, মাসুদ রানা, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলিম রানা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দ।