কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন এম পি মোশারফ হোসেন
বগুড়া সংবাদ ডট কম কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন এবং কমপ্লেক্রে থাকা রোগীদের খোঁজখবর নেন কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ও কাহালু উপজেলা বিএনপির আহবায়ক মো. ছেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন (বাদল), কাহালু থানার এস আই আশিকুর রহমান (আশিক) প্রমূখ।