বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
ঈদের আগেরদিন বগুড়া সদরে পুকুরে পড়ে শিশু নিহত
বগুড়া সংবাদ ডট কমঃ বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নে পুকুরে পড়ে শিশু নিহত হয়েছে। আজ (৩১জুলাই) সকালে ইউনিয়নের দশটিকা সরকারপাড়ার বিপুল সরকার (ভলি) এর একমাত্র সন্তান ৩ বছর বয়সী মোহাম্মাদ আলী কুরবানীর ছাগলকে পাতা খাওয়াতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে বলে জানায় মৃতের পরিবার।
তারা জানায়, প্রতিবেশি চাচা মাসুম হঠাৎ বাড়ির পাশে পুকুরে শিশুকে ভাসতে দেখে সবাইকে ডাকে। পরে শিশু মোহাম্মাদ আলীকে তুলে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আগামীকাল ঈদুল আযহা, আজ এমন আকস্মিক ঘটনায় শোকের ছায়া লক্ষ্য করা যায় এলাকা জুড়ে।