শাজাহানপুরে ভিজিএফ’র চাল বিতরনে অনিয়মের অভিযোগ
বগুড়া সংবাদ ডট কম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া শাহজাহানপুরের চোপীনগর ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে গরিব ও দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কচুয়াদহ গ্রামের খোকন মিয়া নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
খোকন মিয়া বলেন, গত রবিবার চোপীনগর ইউনিয়ন পরিষদ চত্তরে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য আলেয়া বেগম তার চাল বিতরনের মাস্টাররোল তালিকায় থাকা বিরিকুল্যা গ্রামের স্বামী মোজাহার আলীর স্ত্রী সুলতানা বেগম (তালিকা নং-৭০৪) ও একই গ্রামের আলম সহ বিরিকুল্যা গ্রামের ১০-১২ জনকে চাল না দিয়ে বিক্রি করে দিয়েছে। এর প্রতিবাদ করলে মহিলা মেম্বার আলেয়া বেগম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনগনের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মহিলা মেম্বারের ছেলে আজিম উদ্দিন তাকে বেদম মারপিট করে। এঘটনায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ইউপি সদস্য আলেয়া বেগম অভিযোগ অস্বীকার করে জানান, চাল বিতরনে কোন অনিয়ম করা হয়নি। খোকন মিয়াই অসদাচরন করেছেন। সে চালের সিলিপ চেয়েছিল। না দেয়ায় এই মিথ্যা অভিযোগ করেছে।
ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, ওইদিন সুন্দর ও সুষ্ঠ ভাবে চাল বিতরন করা হচ্ছিল। ওই সময় মহিলা মেম্বার ও খোকন মিয়া তর্কে জড়িয়ে পড়ে। এসময় তাদেরকে থামিয়ে দেয়া হয়। একপর্যায়ে মহিলা মেম্বারের ছেলে উত্তেজিত হয়ে খোকন মিয়াকে মারপিট করে। পরবর্তিতে মিমাংসার জন্য বৈঠকে বসা হলে খোকন মিয়া না এসে রাতের বেলা মহিলা মেম্বারের ছেলেকে পাল্টা মারপিট করেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সাথে তার সরকারী মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।