গাবতলী মহিষাবান ইউনিয়নে ভাতা কার্ড বিতরণ করলেন চেয়ারম্যান আমিনুল
বগুড়া সংবাদ ডট কম আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার (২৯জুলাই) বগুড়ার গাবতলী মহিষাবান ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ইং অর্থ বছর এর প্রতিবন্ধী ও বিধবা এবং বয়স্ক ভাতা কার্ড (বই) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিস এর ইউনিয়ন সমাজ কর্মী ওয়াহেদুল ইসলাম, জাহিদুর রহমান, মহিদুল হক, মহিষাবান ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি হাফিজার রহমান টোনা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, আওয়ামী লীগ নেতা আবু হাসান, দৌলতজ্জামান দুলু, নজরুল ইসলাম, মহিষাবান ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউপি সদস্য আব্দুস সবুর, শাহজাহান আলী, ইয়াছিন আলী, নুরুল ইসলাম, পারভিন সুলতানা’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য মহিষাবান ইউনিয়নে মোট ২’শ ১২জন’কে ভাতা কার্ড (বই) দেয়া হয়। এর মধ্যে বয়স্ক ভাতা ৮২জন ও বিধবা ভাতা ৬৫জন এবং প্রতিবন্ধী ৬৫জনকে ভাতা কার্ড (বই) বিতরণ করা হয়। এদের মধ্যে প্রতিবন্ধীরা প্রতি মাসে ভাতা পাবে ৭’শ ৫০টাকা করে আর বয়স্ক ও বিধবারা প্রতি মাসে ৫শত টাকা করে ভাতা পাবে।