fbpx
বগুড়া জেলার সংবাদসোনাতলা

সোনাতলায় বন্যার পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

বগুড়া সংবাদ ডট কম সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামে শাহানা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) এ ঘটনা ঘটেছে। শাহানা বেগম ওই গ্রামের আব্দুল জলিল মোল্লার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি মৃগী রোগে ভুগছিলেন। ঘটনার দিন সকালের দিকে বাড়ির সকলের অজান্তে বাড়ির পূর্ব অবস্থিত খালের পানিতে পড়ে মারা যায়। ওই দিন দুপুরের দিকে খালের তীরে মসজিদের পাশে বন্যার পানির মধ্যে অজ্ঞাত মহিলার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা।

কিছুক্ষণপর স্থানীয়রা পানি থেকে ভাসমান লাশ তুলে দেখে যে এটি আব্দুল জলিল মোল্লার স্ত্রী শাহানা বেগমের লাশ। তার লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে আপনজন ও পাড়াপরশিরা। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে অসংখ্য নারী-পুরুষের ভিড় জমে ওঠে। এ নিয়ে এ পর্যন্ত সোনাতলায় বন্যার পানিতে ডুবে মারা গেল দুইজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

1 × one =

Back to top button
Close