সোনাতলায় বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ
বগুড়া সংবাদ ডট কম সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা সদর,তেকানী চুকাই নগর,মধুপুর,পাকুল্লা ও জোড়াগাছা ই¦উনিয়নের বন্যাকবলিত ১,৬৬৬টি অসহায় দরিদ্র পরিবারের মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের চাল বিতরণ করা হয়।

বুধবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়াউর রহমান উপস্থিত থেকে ত্রাণের চাল বিতরণ করেন। সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু,তেকানী চুকাই নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল,জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী,পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত ও মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন। সোনাতলা সদর ইউনিয়নে দশ কেজি করে ও অন্য চার ইউনিয়নে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।