fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

কাহালুর পাইকড় ইউ পি সদস্যের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন

বগুড়া সংবাদ ডট কমকাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর পাইকড় ইউ পি ৯ নং ওয়ার্ড সদস্য সারোয়ার হোসেন কাজীর চক পাড়া পুকুরে বিষ প্রয়োগে করে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে।

জানা যায়, ইউ পি সদস্য সারোয়ার হোসেন কাজী পাইকড় চকপাড়া গ্রামের মসজিদের ৬৫ শতক পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত মঙ্গলবার রাতে শক্রতামূলক ভাবে কে বা কাহারা উক্ত পুকুরে বিষ প্রয়োগ করে রুই,সিলভার, কার্প, বাটা, তেলাপুইয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেন। পাইকড় ইউপি সদস্য সারোয়ার হোসেন কাজী জানান, পুকুরের বিষ প্রয়োগে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

seventeen − 15 =

Back to top button
Close