ধুনটে ২০ লিটার বাংলা মদ সহ সিএনজি চালক গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (ইমরান হোসেন ইমন, ধুনট প্রতিনিধি) : বগুড়ার ধুনটে ২০ লিটার বাংলা মদ সহ মিজানুর রহমান (৪৫) নামে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধুনট-বাগবাড়ী সড়কের নিমগাছী নান্দিয়াপাড়া এলাকায় তল্লাসি চৌকি বসিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিজানুর রহমান বগুড়া সদরের বেতগাঁড়ি এলাকার আহমেদ আলীর ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঈদুল আজহা উপলক্ষে নজরদারি বাড়াতে বিভিন্ন সড়কে চেক পোষ্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাসি চালানো হচ্ছে। মঙ্গলবার দুপুরে নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া এলাকায় একটি সিএনজিতে তল্লাসি চালিয়ে ফলের বাক্স থেকে ৪৫ বোতল (২০ লিটার) বাংলা মদ উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি সহ চালক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।