ধুনটে স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়াম হলে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী শান্ত। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জামিল খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামার সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শিশির আহমেদ, শাহীন আলম, রাজু ইসলাম, ধুনট পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জবুল আলম, মর্তুজা, জাকারিয়া, মোয়াজ্জেম, লিমন প্রমূখ।