ধুনটে বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু : আহত ৩
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে শুকুর আলী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু এবং আরো তিন জন আহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নশরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। এছাড়া এঘটনায় আহতরা হলেন একই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আঃ মান্নান (২৫) নবির উদ্দিন এর ছেলে ফরহাদ হোসেন (৩০) ও আফসার আলী (৫৫)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সোমবার সকাল ১১টায় শুকর আলী বাড়ির পাশে একটি জমিতে ধান রোপন করছিলেন। এসময় হঠাৎ করে দমকা বাতাস, মেঘের গর্জন ও ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়-বৃষ্টির এক পর্যায়ে বজ্রপাতে কৃষক শুকর আলী জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া আরো তিন জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি উত্তর দিদার পাড়া গ্রামে বজ্রপাতে কৃষক হামিদুল ইসলামের একটি গাভী গরুও মৃত্যু হয়েছে।