কাহালুতে ৪/৫টি গ্রামের আবাদী জমির পানি নিস্কাশন এর ব্যবস্থা করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু পৌর এলাকার লক্ষীপুর গ্রামের আলহাজ্ব আজাহার আলীর হ্যাচারী সংলগ্ন রাস্তায় বৃষ্টির সময় দাঁড়িয়ে থেকে পালপাড়া সহ ৪/৫টি গ্রামের আবাদী জমির পানি নিস্কাশনের ব্যবস্থা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। অত্র এলাকাবাসীর পানি নিস্কাশনের ব্যবস্থার জন্য উপজেলা চেয়ারম্যান ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার বরাবরে অভিযোগ করেন। এলাকাবাসী জানান, জনৈক্য প্রভাবশালী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কালভাটের মুখে মাটি ভরাট করে বর্ষার পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে কাহালু পৌর এলাকার পালপাড়া, পাল্লাপাড়া সহ ৪/৫টি গ্রামের মাঠের আবাদী জমির পানি নিস্কাশন বন্ধ হয়ে যায়। চলতি মৌসুমে অত্র এলাকার পানি বেশী জমে থাকায় আমন মৌসুমে কৃষককেরা এখন পর্যন্ত জমিতে হাল চাষ করতে পারছেন না। সোমবার কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার অত্র এলাকায় গিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজাহার আলী, পাল্লাপাড়া গ্রামের শাহিন ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।