fbpx
বগুড়া জেলার সংবাদশাজাহানপুর

শাজাহানপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু ॥ বেঁচে গেছে কোলের শিশু

বগুড়া সংবাদ ডট কম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে কাজলী বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এসময় অল্পের থেকে বেঁচে গেছে মায়ের কোলে থাকা ছয় বছর বয়সি এক শিশু পুত্র।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা দক্ষিনপাড়ায় এই দূর্ঘটনা ঘটে।

খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানান, সোমবার সকালে জালশুকা দক্ষিনপাড়ার হোসেন আলী তার ছয় বছর বয়সি শিশু পুত্রকে সাথে নিয়ে মাঠে কাজ করতে যান। সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে শিশু পুত্রকে আনতে মা কাজলী বেগম ছাতা নিয়ে মাঠে যান। শিশুটিকে কোলে করে ফেরার পথে বজ্যপাতে কাজলী বেগমের গায়ে আগুন ধরে যায়। বজ্যপাতে মায়ের শরির পুড়ে গেলেও শিশুর শরিরের এক অংশ হালকা পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় কাজলী বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনা লোকমুখে জানতে পেরেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

fifteen + fifteen =

Back to top button
Close