বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত।
বগুড়া সংবাদ ডট কম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আলমগীর হোসেন, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, রুবেল সরকার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রউফ, ওহাবুজ্জামান নাইম, বুলবুল আহমেদ, আতিকুর রহমান, তৌহিদ, ফিরোজ, জিয়াবাবু, মুন্না, শান্ত, ছাত্রলীগ নেতা মোরশেদ, গাউস, আসিফ প্রমুখ।