নন্দীগ্রামে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
বগুরা সংবাদ ডট কম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশ থেকে আব্দুল কাদের (৫৬) নামে এক মাছ ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের নিংজানী ভেমরা পুকুরপাড় গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত রোববার বিকেলে বাড়ি থেকে রুপিহার বাজারে চা খেতে আসে আব্দুল কাদের। এরপর সে আর রাতে বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন তার সন্ধান শুরু করে। পরদিন দুপুরে স্থানীয়রা নন্দীগ্রাম উপজেলার রুপিহার মহাসড়কের পাশে তার মরদেহ দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, এঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।