ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে ঈদুল-আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (ইমরান হোসেন ইমন, ধুনট প্রতিনিধি) : বগুড়ার ধুনটে ঈদুল-আযহা উপলক্ষে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ১ হাজার ৯০০ দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে চাল বিতরণের উদ্বোধন করেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার, ইউপি সচিব কামরুল হাসান, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি এসএম মাসুদ রানা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মোনায়েম হোসেন, রুবেল আহমেদ বাবু, যুবলীগ নেতা সুলতান নাসিম প্রমূখ।