দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপকরনের চেক বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুফলভোগীদের মাঝে উপকরনের চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এনএটিপি-২ প্রকল্পের আওতায় দু’টি সিআইজি মৎস্যচাষী সমিতিকে দু’টি করে ৪টি অটোভ্যান তৈরি করে নেয়া বাবদ চেক বিতরণ ও উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক এবং ইউএনও এসএম জাকির হোসেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মাহবুব হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সাংবাদিক এম, সরওয়ার খান সহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্য চাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জাতীয় মৎস্য সপ্তাহ গত ২১জুলাই মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালিয়ে উদ্বোধন করা হয়। আজ ২৭জুলাই সোমবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়ের মাধ্যমে মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষনা করা হবে।