দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
তালোড়া পৌর কৃষকলীগের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর কৃষকলীগের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। রোববার দুপুরে তালোড়া পৌর কৃষকলীগের উদ্যোগে তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষের চারা রোপণ করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তাহের রানা। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সাগর মন্ডল, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক উমর ফারুক, তালোড়া পৌর কৃষক লীগের সভাপতি সেকেন্দার আলী, সহসভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক নুর ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাগর, কৃষক লীগ নেতা রাসেল, সনি প্রমুখ। এ দিন ২’শ টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ এবং বিতরণ করা হয়।