আদমদীঘিতে ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের মাঝে উপকরণ বিতরন
বগুড়া সংবাদ ডট কম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : “মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে প্রান্তিক ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের মাঝে মাছের খাদ্য, ঔষধ সহ বিভিন্ন উপকরণ বিরতন করা হয়েছে।
আদমদীঘিতে ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের মাঝে উপকরণ বিতরন
রবিবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সমবায় অফিসার আব্দুস সালাম, মৎস্য ক্ষেত্র সহকারী নূরনবী, স্থানীয় মৎস্য সম্প্রসারন প্রতিনিধি মিহির কুমার সরকার, এসিআই (ঔষধ কোম্পানীর) নওগাঁ এরিয়া ম্যানেজার সামছুল হক পলাশ, মার্কেটিং অফিসার মাসুম রব্বানী, ফিসটেক কোম্পানীর টেকনিক্যাল আমিনুল ইসলাম প্রমূখ। শেষে উপজেলা ৬টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের মাঝে মাছের খাদ্য উপকরণ বিতরন করা হয়।