বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়া র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম : র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ জুলাই ২০২০ ইং তারিখ ০৯.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন উত্তর চেলোপাড়া শেখপাড়া মোড়স্থ কাউছার টেলিকম দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোছাঃ পিয়ারা বেগম (৫৫), স্বামী-মৃত সামাদ শেখ, ২। মোঃ সুরুজ শেখ (৩২), পিতা-মৃত সামাদ শেখ, উভয় সাং-উত্তর চেলোপাড়া, থানা ও জেলা-বগুড়াদ্বয়’কে সর্বমোট = ১৯ (উনিশ) বোতল ফেন্সিডিল, ০৩টি মোবাইল, ০৪ টি সীম এবং নগদ ২,০০০/- (দুই হাজার) টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।