বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়া সদরের শেখেরকোলায় ব্যক্তিগত উদ্যোগে রোড লাইট স্থাপন
বগুড়া সদরের শেখেরকোলা গ্রামের ৮টি স্থানে স্থানে তরুণ ব্যবসায়ী জহুরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে রোড লাইট স্থাপন করা হয়েছে। রাব্বী হাসান এর ব্যবস্থাপনা ও জালাল উদ্দিন এর সার্বিক তত্বাবধানে শনিবার (২৫জুলাই) রোড লাইট স্থাপনের উদ্বোধন করেন শেখেরকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জহুরুল ইসলাম, ডা. পলাশ, সেকেন্দার আলী, জালাল উদ্দিন, বাদল হাসান, সোলাইমান আলী, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। ব্যবসায়ী জহুরুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এমন ব্যতিক্রমী উদ্যোগে গ্রামবাসী তার মঙ্গল কামনা করেন।