শুক্রবার বগুড়ার ধুনটে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে যুব কল্যাণ সংঘের উদ্যোগে ঘুড়ি উড্ডয়নের চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
বগুড়া সংবাদ ডট কম ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা গ্রামে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে যুব কল্যাণ সংঘের উদ্যোগে ৭দিন ব্যাপি ঘুড়ি উড্ডয়নের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন।
আয়োজক কমিটির সভাপতি ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক বাচ্চুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডা: নজরুল ইসলাম, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মঈনুল হাসান চপল, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সানজিদুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাজ্জাদ সায়েম, যুগ্ন সম্পাদক ওমর ফারুক বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আসিফ আনাম শান্ত, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, ছাত্রলীগ নেতা রিপন মাহমুদ, আশিকুর রহমান রাজন, মাজেদুর ইসলাম সাগর, নাজমুল হক প্রমূখ। উল্লেখ্য, অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৫টি অংশগ্রহনকারী গ্রামের মধ্যে মানিকপোটল গ্রামের আব্দুল মোমিন প্রথম স্থান ও বড়বিলা গ্রামের সুরাফ দ্বিতীয় স্থান অধিকার করেছে।