কাহালুতে প্রয়াত আঃলীগনেতা শহীদুল আলম দুদুর স্মরণ সভা ও দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : শুক্রবার বগুড়ার কাহালু চারমাথাস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও কাহালু-নন্দীগ্রাম এলাকার ৪ বারের আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত প্রয়াত আওয়ামীলীগনেতা শহীদুল আলম দুদুর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। সাবেক ছাত্রনেতা ও কাহালু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) শফিকুল ইসলাম (শাফিক) এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগনেতা আব্দুল হান্নান, আওয়ামীলীগনেতা আব্দুল গোফ্ফার (করিম), আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান (জিয়া), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, কাহালু উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, কাহালু পৌর স্বোচ্ছাসেবকলীগের সভাপতি রাগিবুল হাসান (রাগিব), কৃষকলীগনেতা আরিফুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে প্রয়াত আওয়ামীলীগনেতা শহীদুল আলম দুদু সহ সকল প্রয়াত আওয়ামীলীগনেতার রুহের মাগফেরাত কামনা এবং বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগিবুল হাসান রিপুর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।