fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

কাহালুর জয়তুল সরকারি প্রাথঃ বিদ্যাঃ মাঠে মঞ্চে টাইল্স করণ কাজের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান সুরুজ

বগুড়া সংবাদ ডট কম (এম এ মতিন) কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ২০১৯-২০ইং অর্থ বছরের এডিপি’র অর্থায়নে বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চে টাইল্স করণ ও রাস্তায় ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়।
উক্ত মঞ্চে টাইল্স করণ ও রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। এ সময় উপস্থিত কাহালু উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, ঠিকাদার নুরুল ইসলাম (বিশু) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, মঞ্চে টাইল্স করণ ও রাস্তার ইট সোলিং কাজে ব্যয় হবে ১ লক্ষ ৭০ হাজার টাকা।

ক্যাপসুনঃ কাহালুর জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চ টাইল্স করণ ও রাস্তায় ইট সোলিং কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

twenty − fourteen =

Back to top button
Close