বগুড়ায় বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যান পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যান পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের হোটেল পট্রি সংগঠন কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যান পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম সুমন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান ফরহান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি শিশির কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক নুর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. রমজান আলী, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মুরাদ খান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শাহার আলী, আব্দুল্লাহ আল মাসুদ, এসএম নুহের মাহমুদ তমাল, আবু হানিফ, মোস্তাফিজার রহমান, আব্দুল ওয়াহেদ সহ প্রমূখ। সভা শেষে সারা দেশে করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ্যতা কামনা করে, যারা করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।