fbpx
বিনোদন

করোনা কালের ক্যাম্পাস নিয়ে ডা. ইকবাল ডা. ইকবালের গান ‘ছুটিরঘন্টা’ নতুন গান চিত্রায়ণ

বগুড়া সংবাদ ডট কম: পেশায় তিনি একজন ডাক্তার। কিন্তু দর্শক শ্রোতার সামনে ডা. হোসাইন ইকবাল হাজির হয়েছেন নতুন পরিচয়ে। করোনাকালের ক্যাম্পাস জীবন নিয়ে গান বেঁধেছেন। ‘ছুটিরঘন্টা’শিরোনামের গানটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হচ্ছে।

বক্তব্যধর্মী গানটিরকথা লিখেছেন শিল্পী হোসাইন ইকবাল নিজেই। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি ভিডিও পরিচালনাকরেছেন রাজ হৃদয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে চিত্রায়িত গানটিতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, মাহতাবিন মম, মাহজাবিন মিমি, জুমায়েত রাজ রিফাত এবং আরাব হোসাইন। রনির চিত্রগ্রহণে গানটি সম্পাদনা করেছেন এফএইচ সুজান, রঙবিন্যাস করেছেন এন এস শাওন। বক্তব্যধর্মী এই গান প্রসঙ্গে ডা. ইকবালবলেন, ‘আসলে এই সময়েপ্রত্যেকেই তারক্যাম্পাসজীবনটাকেমিসকরছে। আমিও আমার ক্যাম্পাস লাইফ শেষ করেছি খুব বেশিদিন হয়নি। সেই ভাবনা থেকেই গানের কথাগুলো মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। এবার সেটি দর্শক শ্রোতাদের সামনে পৌঁছে যাচ্ছে। আশা করছি খুব একটাখারাপলাগবেনা।’উল্লেখ্য ঈদের পর শিল্পীর একাধিক মিউজিক ভিডিও রিলিজ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =

Back to top button
Close