বগুড়া জেলার সংবাদসোনাতলা
সোনাতলায় বণিক সমিতির মৃত দুই সদস্যের পরিবারকে ২৫ হাজার করে টাকার চেক প্রদান
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় বণিক সমিতির সদস্য কাবিলপুর গ্রামের আনোয়ার হোসেন বাবলু মোল্লা ও আগুনিয়াতাইর গ্রামের নজরুল ইসলাম কয়েক মাস পূর্বে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বণিক সমিতি থেকে মৃত ওই দুই সদস্যের দুই পরিবারকে এককালিন ২৫ হাজার করে টাকার অনুদানের চেক প্রদান করা। সমিতির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু আকন্দ এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকন্দ চেক প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সদস্য সিরাজুল ইসলাম,ওসমান গণি মাস্টার, আ.হা.মো.মহীদুল হাসান শাহিন, সুশীল কুমার সাহা, জুলফিকার হায়দার দারা, এটিএম মাহাবুবুল আলম ও হিসাব রক্ষক মোঃ রাসেলসহ অনেকে।