বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে ফলজ গাছ কর্তন
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় জমি-জমা শংক্রান্তে পূর্ব শত্রুতার জেরে ফলজ গাছ কর্তন করেছে দুর্বত্তরা। জানা যায়, রবিবার দিবাগত রাতে বগুড়া সদরের শিকারপুর গ্রামের নুরুন্নবী মন্টু’র নিজের জমিতে লাগানো শতাধিক আম ও লিচুর গাছ কর্তন করেছে দুর্বত্তরা। ভূক্তভোগী মন্টু বলেন, শত্রুতা থাকলে আমার সাথে থাকতে পারে কিন্তু গাছের সাথে নয়। অন্যায়বাবে রাতের আধারে আমার এসব গাছ কর্তন করে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। আবার একই রাতে ঐ গ্রামের মুনছুর আলীর বাড়ির দরজার সামনে বেড়া দিয়ে চলাচলের বাধা সৃষ্টি করেছে দৃর্বত্তরা। ভুক্তভোগী নুরুন্নবী মন্টু, মুনছুর আলী, মামুনুর রশিদ, আরিফুল রতন ও শাহজাহান আলী জানায়, জমি-জমা শংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্ত করে আসছে।