গাবতলী উপজেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি ফারুক’কে স্ব-পদে বহাল
বগুড়া সংবাদ ডট কম আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি): গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি ফারুক আহম্মেদকে স্ব-পদে বহাল করা হয়েছে। বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদের বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে বানোয়াট ও ভিত্তিহীন হওয়ায় ফারুক আহম্মেদ’কে পুনরায় সভাপতি পদে বহাল করা হলো। সেই সাথে স্বেচ্ছাসেবক লীগের সকল কর্মকান্ডে গতিশীল নেতৃত্ব প্রদান এর জন্য নির্দেশ প্রদান করা হলো। গত ২২ শে জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান মামুন এর পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্ব-পদে বহাল হওয়া প্রসঙ্গে ফারুক আহম্মেদ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে সঠিক তদন্ত এর মাধ্যমে আমাকে স্ব-পদে বহাল রাখায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই।