ঈদের আগে স্বক্রিয় গরুচোর চক্র শাজাহানপুরে ট্রাক লাগিয়ে এক গোয়ালের ৮ গরু চুরি
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : কুরবানীর ঈদকে সামনে রেখে স্বক্রিয় হয়ে উঠেছে গরুচোর চক্র। বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ পূর্বপাড়ার প্রভাষক আব্দুল মান্নান নামে এক খামারির গোয়াল থেকে ট্রাক লাগিয়ে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে।
এঘটনায় প্রভাষক আব্দুল মান্নান বাদি হয়ে মঙ্গলবার শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আব্দুল মান্নানের স্ত্রী নারজিনা বেগম জানান, প্রতিদিনের মত মঙ্গলবার ফজর নামাজের সময় গোয়াল থেকে গরু বের করার জন্য শয়ন ঘর থেকে বের হতে চাইলে বাহির থেকে দরজায় ছিটকি লাগানো দেখতে পান। অন্য ঘরের দরজাও ছিটকি লাগানো ছিল। একপর্যায়ে ধাক্কা দিয়ে দরজা খুলে বের হয়ে গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পেয়ে চিৎকার দেন।
প্রভাষক আব্দুল মান্নান জানান, স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন একটি গরুও নেই। টিনের বেড়া ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে গোয়াল ঘর থেকে ক্রোচ জাতের চার জোড়া দুধের গাভী ও বাছুর চুরি করে নিয়ে গেছে। যার মূল্য ৮ লক্ষাধিক টাকা।
আব্দুল মান্নান আরো জানান, চিৎকারে আশপাশের লোকজন বের হলে তাদের সাথে নিয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে ধানি জমিতে মাছ শিকারে ব্যস্ত কয়েকজন লোককে জিজ্ঞাসা করলে তারা জানায়, রাস্তার উপর একটি ট্রাক, ভুটভুটি (লছিমন) ও দুই মটরসাইকেল দাঁড়িয়ে থাকতে দেখেছেন। পুলিশের লোক মনে করে তারা মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েন। তাছাড়া পার্শ্ববর্তি ডেমাজানী ও আড়িয়া বাজারের নাইটগার্ড ট্রাকে করে গরু নিয়ে যেতে দেখেছেন। ওই এলাকায় বেশ কয়েকটি খামার থাকায় মাঝে মধ্যেই রাতবিরাতে ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাতায়াত করায় তারা কোন সন্দেহ করেননি।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গরুচোর চক্র ধরতে অভিযান শুরু করা হয়েছে।