বগুড়ায় বিভাগীয় বিড়ি মালিক সমিতির সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): বিড়ি শিল্পকে রক্ষায় মঙ্গলবার বিকেলে বগুড়ার হোটেল মমইনের কনফারেন্স রুমে রাজশাহী বিভাগের বিড়ি মালিকদের নিয়ে মতবনিময় সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান (এবিএফএল) ডা. শেখ মহিউদ্দিন। আকিজ বিড়ির প্রতিনিধি আলী সাদাত খান মজলিসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিড়ি মালিক নেতা আমিনুল ইসলাম, ইউসুফ আলী, উদয় শঙ্কর, সুশেন সাহা, শাহাদত হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা, মোস্তফা, আতাউর রহমান, শামীম ইসলাম, বুলবুল আহমেদ প্রমুখ। সভায় বিড়ি মালিকদের স্বার্থ রক্ষাসহ রাষ্ট্রীয় রীতিনীতি অনুসরণ করে ভ্যাট, ট্যাক্স প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যারা অবৈধভাবে বিড়ি ব্যবসা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সিদ্ধান্ত নেওয়া হয়।