বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে বগুড়া নার্সিং কলেজে ফলজ ও বনজ বৃক্ষরোপণ
বগুড়া সংবাদ ডট কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়া নার্সিং কলেজে শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বগুড়া নার্সিং কলেজ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু বৃক্ষ রোপন অভিযানের উদ্ধোন করেন।
এর আগে বগুড়া নার্সিং কলেজের অডিটরিয়ামে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনজুর হোসেন এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন বৃক্ষরোপন অভিযানের সহযোগি প্রতিষ্ঠান ধুনটের দিঘলকান্দির রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী প্রধান সাইফুল ইসলাম নাবিল, নাসিং কলেজের প্রভাষক মোছাঃ আরশে আরা বেগম, প্রভাষক আনিছুর রহমান, শিলা বেরোনিকা কোড়াইয়াসহ নাসিং কলেজেলের অন্যান্য শিক্ষক ও ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি ডা: সামির হোসেন মিশু নার্সিং কলেজের বাগানে ফলজ বৃক্ষ রোপন করেন এবং এসময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তিনি বলেন, সকলে মিলে আমরা করোনা মোকাবেলায় এগিয়ে যাব। দেশের প্রতিটি মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে হবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন অভিযানের মধ্যে দিয়ে এদেশকে আমরা আরো সবুজায়ন করে গড়বো।