অসুস্থ মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালো সোলমেট ফান ক্লাব গ্রুপ
বগুড়া সংবাদ ডট কম: (শিপলু তালুকদার) : বগুড়া জেলার গাবতলী থানার কোলারবাড়ী গ্রামের আব্দুল হাকিম গুরুতর অসুস্থ।
সে বাগবাড়ী কে.এম. উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্র। কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়ে তার একটি পা ভেঙ্গে যায়। তার বাবা বেঁচে নেই। পাঁচভাই সহ পরিবারকে কোন রকম টিকিয়ে রেখেছেন তার মা। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বিষয়টি জানার পর পরই ফেসবুক গ্রুপ “সোলমেট ফান ক্লাব” তার পাশে দাঁড়ায়। এর-ই ধারাবাহিকতায় গ্রুপের এডমিন, মোডারেট এবং সদস্যদের সহযোগিতায় গ্রুপের চীফ এডমিন সিপলু তালুকদার নগদ ১৩,০০০(তের হাজার) টাকা চিকিৎসার জন্য তার হাতে তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য সামুয়েল তালুকদার, আহাদ, রাজিব, মুজাহিদ সহ অন্যান্যরা।
এ বিষয়ে এই গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চীফ এডমিন সিপলু তালুকদার বলেন “সোলমেট ফান ক্লাব” গ্রুপ ২৬০০০+ সদস্যের একটি বিশাল প্ল্যাটফর্ম। এই গ্রুপে কিছু মজার মজার পোস্টের পাশাপাশি এডমিন, মোডারেটর এবং মের্ম্বাসদের সার্বিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে প্রতি ঈদে নতুন পোশাক দেওয়া হয়। এর-ই ধারাবাহিকতায় আমরা এই অসুস্থ মেধাবী ছেলেটির খবর জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছি। আমাদের গ্রুপের সদস্যদেরকে নিয়ে ভবিষ্যৎ এ আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। [খবর বিজ্ঞপ্তি]