শেরপুরে ১ হাজর ৭শ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুর উপজেলা থেকে ১ হাজার ৭শ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৯ জুলাই) বিকালে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তি হলো- শেরপুরের ভাটারার হামিদ শেখের ছেলে মেহেদী হাসান (২০) ও রাজেক আলীর ছেলে সজীব শেখ (২১) এবং মাদারীপুর জেলার লক্ষীপুরের মৃত কিয়ামদ্দিনের ছেলে রাজিব ব্যাপারী (৩৪)। এর মধ্যে রাজীব ব্যাপারীর নামে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, বগুড়ার জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম-বার নির্দেশনায় ও ডিবির ওসি আছলাম আলীর নেতৃত্বে রোববার জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১ হাজার ৭শ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। ডিবির ওসি আছলাম আলী জানান, গ্রেফতার হওয়া আসামীদের নামে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।