fbpx
শেরপুর

শেরপুরে আরডিএ স্কুল এন্ড কলেজের অন লাইন ক্লাসে অংশগ্রহণের জন্য দরিদ্র শিক্ষার্থীদের স্মার্টফোন প্রদান

বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের(আরডিএ) অন লাইন ক্লাসে অংশগ্রহণের জন্য দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্মার্টফোন বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে চলমান পরিস্থিতি তে আরডিএল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষাকার্যক্রম গতিশীল রাখতে সরকারের নির্দেশনা অনুসারে অনলাইনে ক্লাশ পরিচালনা করা হচ্ছে। স্মার্টফোন না থাকায় কিছু মেধাবী ও দরিদ্র্য শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেনা পারায় তাদের স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে স্মার্টফোন দেয়া হয়েছে। ২০ জুলাই স্মার্টফোন বিতরণ কার্যক্রম শুরু হয়। দরিদ্র শিক্ষার্থীদের চিহ্ণিত করে শিক্ষকদের মাধ্যমে তাদের হাতে স্মার্ট ফোন পৌঁছানো হয়।
বর্তমানে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বগুড়ায় অনলাইনে পাঠদান পরিচালিত হচ্ছে। প্রতিদিন রুটিন অনুযায়ী বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠিত এইসব ক্লাসের পাশাপাশি নিয়মিত পরীক্ষাও নেয়াহচ্ছে। প্রায় শতকরা ৯০ জনশিক্ষার্থী এসব ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করছে।
কিছু শিক্ষার্থী স্মার্ট ফোন সংগ্রহ করতে না পারায় ক্লাসে অংশগ্রহণ করতে পারছিলনা, তাদের জন্য প্রতিষ্ঠান হতে ফোন বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। আরডিএ- এর ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ আব্দুস সামাদ এর তত্ত¡াবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ নিয়মিত শিক্ষাকার্যক্রমের পাশাপাশি স্কাউটিং সহ বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে গুরুত্বদিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্কের সুবাদে এই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দেশ ভ্রমনের সুযোগ পায়। আন্তর্জাতিক এই যোগাযোগের জন্য সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের ইন্টারনেশনাল স্কুল এ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন বৃত্তিরসুযোগ। এই প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি কার্যক্রম আর্থিকভাবে অস্বচ্ছল অনেক শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্ট করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Back to top button
Close