নামুজায় সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী উধাও অতঃপর থানায় অভিযোগ পুলিশের তৎপরতায় উদ্ধার
বগুড়া সংবাদ ডট কম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন) : বগুড়া সদর উপজেলার নামুজায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী উধাও অতঃপর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশের তৎপরতায় উদ্ধার। জানা যায়, নামুজা ইউনিয়নের ভান্ডারী পাড়া গ্রামের জনৈক আনিছার রহমানের কন্যা নামুজা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়–য়া ছাত্রী মোছাঃ বৃষ্টি আক্তার (১৩) গত ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের জনৈক লাল মিয়া ওরফে লালুর পুত্র মোঃ সোহেল রানা (১৭) ওরফে ডিজে সোহেল এর প্রেমের টানে উধাও হয়। এ ঘটনায় ওইদিন বগুড়া সদর থানায় বৃষ্টি আক্তারের পিতা আনিছার রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে এসআই সুমন কুমার সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সোহেল রানার পিতা লাল মিয়াকে আটক করে এবং সোহেল রানা ও বৃষ্টিকে বের করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরে পুলিশের তৎপরতায় লাল মিয়ার পুত্র সোহেল রানা ও বৃষ্টি শুক্রবার থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করে। ছেলে-মেয়ে অপাপ্ত হওয়ায় উভয়ের অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেয়। এ ব্যাপারে ৯ আগস্ট বগুড়া সদর থানার এসআই সুমন কুমার জানান, ঘটনাটি প্রেম ঘটিত এবং বাদী তার অভিযোগটি প্রত্যাহার করায় তাদেরকে উভয়ের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।