ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে বানভাসি ৬৫০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (ইমরান হোসেন ইমন)ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়নের বানভাসি ৬৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ভান্ডারবাড়ী ইউনিয়ন চত্তরে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আব্দুল আলিম, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ইউপি সদস্য সুলতানা জাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমূখ।