নন্দীগ্রামে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
বগুড়া সংবাদ ডট কম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাজগ্রাম এমএ ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসা হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাজগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম হোসেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, প্রভাষক আইনুল হক, আব্দুল কুদ্দুস, ক্বারী সিদ্দিকুর রহমান, আ’লীগ নেতা হাফিজুর রহমান নান্টু, মোফাজ্জল হোসেন, অভিভাবক রায়হানুল ইসলাম প্রমূখ। সভাশেষে মাজগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার ৫ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান।