সবুজ বাংলাদেশ গড়তে এইচবিএফের বৃক্ষরোপণ
বগুড়া সংবাদ ডট কম (আবুল বাশার মিরাজ): দেশের বনজসম্পদের পরিমাণবৃদ্ধি ও সবুজবাংলাদেশ গড়ারপ্রত্যয়ে বৃক্ষরোপণকরেছে স্বেচ্ছাসেবীসংগঠন হেল্পবাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ)। বগুড়া জেলার ১২ টিউপজেলা ও নদীরপারেধারাবাহিকবৃক্ষরোপণের এই পর্যায়ে তারা জেলার সোনাতলাউপজেলার উজগ্রামে বৃক্ষরোপণকরেন। এতে চারাগাছ দিয়ে সহযোগিতা করে মেডিগ্রীন কর্পোরেশন।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন এইচবিএফের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুলবাশারমিরাজ, উপদেষ্টা জাহিদ হাসান, সিইও আব্দুল্লাহ্আলফাত্তাহ্, প্রজেক্ট ম্যানেজার সাইদুর রনি, ভলেন্টিয়ার মতলব, সিফাতসহ এলাকারএকদলগ্রামবাসী।
বৃক্ষরোপণের বিষয়ে জানতে চাইলে এইচবিএফের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুল বাশার মিরাজ বলেন, ‘বৃক্ষ আমাদের অকৃত্রিমবন্ধু। করোনাভাইরাসেআক্রান্তদের জন্য সবচেয়ে বেশিপ্রয়োজনহচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ। কিন্তু বাড়িঘর নির্মাণ আর কলকারখানা স্থাপনের কারণে দিনকে দিন বন উজাড়ে বাংলাদেশ সবুজতা হারাচ্ছে। দেশেরবনজসম্পদের পরিমাণ বৃদ্ধি ও সবুজবাংলাদেশ গড়ে তোলারনিমিত্তেএইচবিএফের পক্ষ থেকে বগুড়া জেলার সবগুলোউপজেলা ও নদীরপাড়েইআমরাবৃক্ষরোপণকরছি। একইসাথে এই বর্ষা মৌসুমে সবাই যেন বৃক্ষরোপণকরেন সে বিষয়েওসামাজিকসচেতনতা ও উৎসাহিতকরছি।