বিএনপিকে শক্তিশালী করতে হলে ছাত্রদলের নেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে—এম পি মোশারফ হোসেন
বগুড়া সংবাদ ডট কম কাহালু (বগুড়া) প্রতিনিধি (এম এ মতিন): কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে ছাত্রদলের নেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন রাজনীতি করতে না পারে সেইজন্য একের পর এক তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।
রোববার বগুড়ার কাহালু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের সদস্য সংগ্রহের ফরম বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। ছাত্রদলের সদস্য সংগ্রহের ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান সাবেক ছাত্রদলনেতা ফাহিম আহম্মেদ সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সদস্য সংগ্রহের ফরম বিতরণের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাংগঠনিক টিম লিডার এনামুল হক (লায়ন)। সাবেক ছাত্রদলনেতা আকতার আজম এর সঞ্চালনায় ছাত্রদলের সদস্য সংগ্রহের ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম (রফিক)। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক টিম সদস্য বাবুল প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক টিম সদস্য উজ্জল, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমাতয়াজ (শাওন)। উক্ত ছাত্রদলের সদস্য সংগ্রহের ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি/সম্পাদক ও সদস্যবৃন্দ।