আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর উদ্দ্যোগে শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুর উপজেলার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) সকাল ১১টায় বগুড়ার শেরপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ শেরপুর শাখার উদ্যোগে মুহিত প্লাষ্টিক ও মরিয়ম ট্রেডার্স এর সহযোগিতায় খানপুর ইউনিয়নে শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বি, এম কলেজ চত্বরে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ শেরপুর শাখার এফ এ ভিপি ও শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, খানপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, মুহিত প্লাষ্টিক সত্বাধিকারি আলহাজ্ব মামুনুর রহমান (মামুন), মরিয়ম ট্রেডার্স সত্বাধিকারি আব্দুস সামাদ, অপারেশন ম্যানেজার মৌছুদুর রহমান, খানপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আঃ সামাদ মন্ডল, ব্যবসায়ী শাহিন, খানপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগের সভাপতি ইউনুছ আলী, সাঃ সম্পাদক মামুন, আলম, শরিফ প্রমুখ। ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্যে তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগে মানুষের কোন হাত থাকে না। ধর্য্য ও সাহসীকতার সাথে দূর্যোগ মোকাবেলা করতে হবে। পরে বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল ৫ কেজি, মুসুর ডাল ১ কেজি, লাচ্ছা হাফ কেজি, চিনি হাফ কেজি, দুধ হাফ কেজি, লবন হাফ কেজি, স্যালাইন ৫ প্যাকেট করে বিতরণ করা হয়।